সাতক্ষীরা সংবাদদাতা
তালার ধানদিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ধানদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ধানদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-০১ (তালা- কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, তালা কলারোয়া মিলে ২১৬ টি ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছে। আমি বিশ্বাস করি আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছি। শত শত হিন্দু ভাইয়েরা আজ দলে যোগদান করেছে।
সামনে দুর্গা মহোৎসব তাই নেতাকর্মীদের প্রতি আহ্বান করছি, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তালা কলারোয়া সংসদীয় আসনের টিম প্রধান আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম শফি, সাবেক সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সরদার মহব্বত আলী, সাবেক যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, হাফিজুর রহমান হাফিজ, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কৃষকদলের নেতা আলী হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, মহিলা দলের সভাপতি মেহেরুন্নেসা মিনি, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আছরাফুর রহমান সবুজ, উপজেলা ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রাজু, ইমরান গোলদার, খান আল মাহবুব হুসাইন প্রমুখ। সম্মেলন অনুষ্ঠানে ধানদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় শত শত হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রধান অতিথিকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। পরে তালা উপজেলার ১নং নম্বর ধানদিয়া ইউনিয়ন বিএনপি থেকে সম্মেলনের মাধ্যমে সভাপতি আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক মোহাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নির্বাচিত হন।